রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে বিনিশা (২০) নামেে ডেন্টাল কলেজের এক নেপালি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে পাইওনিয়ার ডেন্টাল কলেজের হোস্টেল থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৭/মাহবুব