সারাদেশে আগামী ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) পালিত হবে। এ কার্যক্রমের মাধ্যমে সারা দেশে ছয় থেকে ১১ মাস বয়সী শিশুদের ১টি করে নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের একটি করে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।
এর অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৪৯৯টি কেন্দ্রেও আগামী ২৩ ডিসেম্বর ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এ উপলক্ষ্যে বুধবার সকাল ১১টায় গুলশান সেন্টার পয়েন্টের সম্মেলন কক্ষে সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম ও স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৭/ফারজানা