রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে বিএনপির অন্তত ২৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ সকালে তাদের আটক করা হয়। এর আগে মঙ্গলবার একই জায়গা থেকে ১২ নেতাকর্মীকে আটক করে পুলিশ। জানা যায়, আটক নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনকে আদালতে যাওয়ার সময় রাস্তায় অভ্যর্থনা জানাতে এসেছিলেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজান জানান, তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনো আদালতে আছেন। সব সিনিয়র স্যাররা রাস্তায় রয়েছেন। থানায় ফিরলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নেয়া হবে।
এদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, রাস্তায় পুলিশ সদস্যরা কাজ করছেন। বেশ কয়েকজন আটক আছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার