উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে রংপুর সিটি করপোরেশনের ভোট গ্রহণ। আর রংপুর সিটিতে এবারই প্রথমাবারের মতো ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করে ভোট গ্রহণ শুরু হয়েছে।
১৯৩টি কেন্দ্রের মধ্যে নগরীর একমাত্র ইভিএম ভোটকেন্দ্র ২৫ নম্বর ওয়ার্ডের ১৪১ নম্বর সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রের ভোটাররা ইভিএমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
এই কেন্দ্রের ৬টি বুথে ইভিএমে ভোট দিতে পারবেন ২ হাজার ৫৯ জন ভোটার। তবে এর আগে ভোটারদের ইভিএমে ভোট দেওয়ার প্রশিক্ষণ দিয়েছে নির্বাচন কমিশন।
বিডিপ্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান