বাংলাদেশ কম্পিউটার সোসাইটি বিসিএস’র ২০১৮-২০২০ মেয়াদের নতুন কমিটি তাদের দায়িত্ব বুঝে নিয়েছে। গত রবিবার বছরের শেষ দিনে এ কমিটি দায়িত্ব বুঝে নেয়।
দায়িত্বভার গ্রহণ শেষে নতুন কমিটির সাধারণ সম্পাদক মো. তমিজ উদ্দিন বলেন, বাংলাদেশ কম্পিউটার সোসাইটিকে নতুন করে ঢেলে সাজাতে কাজ করবেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের এ সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট বলেন, একটি পেশাদার সোসাইটি গড়ার লক্ষ্যে তিনি সবাইকে নিয়ে কাজ করতে চান। এজন্য সমিতির সাবেক কমিটির সদস্যসহ সকল সাধারণ সদস্যদের সহযোগিতা কামনা করেন এই পেশাজীবী।
এ সময় নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু বলেন, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি কারও একার সংগঠন নয়, কিংবা কোনো একক কমিটির নয়। এ সংগঠন আমাদের সবার প্রাণের সংগঠন, তাই এ সংগঠনকে এগিয়ে নিতে হলে আমাদের পাশাপাশি সকল সদস্যকে কাজ করার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর ২০১৭ আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয়ে দিনব্যাপী বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৭/মাহবুব