গাজীপুর সিটি করাপোরেশনের বাসন সড়ক এলাকার একটি নর্দমা থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
জয়দেবপুর থানার এসআই মো. আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে বাসন সড়ক এলাকার একটি নর্দমা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার কোনও পরিচয় এখনও জানা যায়নি।
তিনি আরও জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের একটি নর্দমা থেকে লাশটি উদ্ধার করে।
নিহতের পরনে কালো জ্যাকেট ও টিয়া রঙের গেঞ্জি রয়েছে। পরে লাশটি তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বিডিপ্রতিদিন/ ০৪ জানুয়ারি, ২০১৮/ ই জাহান