রাজধানীর ফার্মগেট এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল ১১টার দিকে আলরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় ওই বাসে থাকা ১২ যুবক দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এরা হলেন রায়হান, আকাশ, রানা, হৃদয়, রিফাত, হীরা, কাব্য, রওশন ও সৌরভ। এদের সবার বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আতাউর রহমান জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা বাস ভাড়া করে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। তাদের কাছে গ্যাস বেলুন ছিল। হঠাৎ করে গ্যাস বেলুনগুলো বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এতে ১২ জন নেতা-কর্মী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়। আগুনে বাসের ভেতরের কয়েকটি সিট পুড়ে গেছে।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর জানান, দগ্ধদের সবাই আশঙ্কামুক্ত। অধিকাংশেরই হাত ও মুখে সামান্য বার্ন হয়েছে।
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি ২০১৮/হিমেল