রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম মো: আবুল হাশেম। তিনি জনতা ব্যাংক বাংলা মোটর শাখার নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, শাহবাগ জাদুঘরের সামনে বেলা সোয়া ২টায় যাত্রবাহী একটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হন আবুল হাশেম। পরে পথচারী ও প্রত্যক্ষদর্শীরা তাকে বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে জনতা ব্যাংক বাংলা মোটর শাখার কর্মকর্তা জহিরুল ইসলাম ঢাকা মেডিকেলে এসে নিহত আবুল হাশেমের পরিচয় নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলবে। পিতার নাম আবদুল হামিদ মিয়াজী।
মরদেহটি জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া।
বিডি প্রতিদিন/০৭ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ