চট্টগ্রামে সাতটি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মো. রুবেল (২৫) ও আরিফ মঈন উদ্দিন রাসেল (৪০)।
শনিবার রাতভর সন্দ্বীপের বাউরিয়া এলাকায় শফি সুকানীর বাড়ির পাশে পরিচালিত এ অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়।
সন্দ্বীপ থানার ওসি মো. আলমগীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে গিয়ে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার রুবেলের কাছে ৭০ পিস এবং রাসেলের কাছে ৩০ পিস ইয়াবা পাওয়া গেছে। এরপর তাদের তথ্যমতে, একটি ঝোপের মধ্যে তল্লাশি চালিয়ে কালো ব্যাগে ভর্তি ৬টি দেশীয় তৈরি পাইপগান, ১টি দেশীয় এলজি, ১ রাউন্ড কার্তুজ ও ১ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে। এ বিষয়ে সোমবার শুনানি হবে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি, ২০১৭/মাহবুব