রাজধানীতে শীতের মাত্রা আরো তীব্র হবে আগামীকাল মঙ্গলবার। আবহাওয়া অফিস ও আবহাওয়া বিষয়ক বিভিন্ন তথ্য অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে তাপমাত্রার পারদ নামবে ৮ ডিগ্রিতে। বিগত কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রির মধ্যে ওঠা-নামা করছিল। আজ দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২ দশমিক ৬ ডিগ্রি।
জানা যায়, চলতি মৌসুমে আগামীকালই হবে রাজধানী শহরের সর্বনিম্ন তাপমাত্রা। এসময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৯ কিলোমিটার। এছাড়া ঘন কুয়াশা থাকলেও আকাশ পরিষ্কার থাকায় রোদ ওঠার সঙ্গে সঙ্গে কুয়াশা কমে তাপমাত্রা বাড়বে। রাজধানী ঢাকায় ১৯৫৩ সালে তাপমাত্রা নেমেছিল ৪ দশমিক ৫ ডিগ্রিতে।
বিডি প্রতিদিন/এ মজুমদার