রাজধানীর খিলগাঁও পূর্ব গোড়ানের ৪৭২/২/এ আকাঙ্খা সাহারুন টাওয়ারে এক পুলিশ কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতেরা নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাত করে যাত্রাবাড়ী থানার পরিদর্শক মোহাম্মদ রাহাৎ খানের মোটরসাইকেল নিয়ে যায়।
সোমবার রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার রাহাৎ খান বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা করেছেন।
বাড়ির নিরাপত্তাকর্মী সিকিউরিটি গার্ড মাইনুদ্দিন জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই বাড়ির মেইন গেটের তালা ভেঙে তিনজন লোক ভেতরে প্রবেশ করে তাকে চাকু দিয়ে মাথায় ও হাতে আঘাত করে। পরে রাহাৎ খানের মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে রাহাৎ খান জানান, তিন-চার মাস আগে মোটরসাইকেলটি কিনেছিলেন। সেখানে আরও ১০-১২টি মোটরসাইকেল ছিল। অন্য কারো মোটরসাইকেল খোয়া না গেলেও দুষ্কৃতকারীরা তার মোটরসাইকেল নিয়ে যায়।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, মোটরাসাইকেলটি উদ্ধারে পুলিশের পক্ষ থেকে জোর প্রচেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর