গাজীপুরে টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকার একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দু'টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানান টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান।
তিনি বলেন, কিছু দিন আগে ওই গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। ওই পুড়া তুলা থেকে কিছু ভাল তুলা গুদামে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে ওই তুলার মধ্যে হয়তো আগুনের স্ফুলিঙ্গ ছিল, যা থেকে ফের আগুনের সূত্রপাত হয়েছে। আজকের আগুনে গুদামে থাকা তুলা ও অন্যান্য মালপত্র পুড়ে গেছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৮/মাহবুব