আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ-নির্বাচনে মেয়র পদে দলীয় না হলেও সমমনা কাউকেই মনোনয়ন দেয়া হবে।
বৃহস্পতিবার সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, আমরা নেত্রীর সঙ্গে বসবো। মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেবে। নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এর আগ পর্যন্ত কেউ দলীয় প্রার্থী নন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি। মনোয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৮ জানুয়ারি।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি, ২০১৮/ফারজানা