বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলার পরবর্তী যুক্তি উপস্থাপন আগামী ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টার পর নবম দিনের যুক্তি উপস্থাপন শেষে আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা চলছে পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে। এ মামলার ঢাকার বিশেষ জজ-৫-এর বিচারক আখতারুজ্জামানের আদালতে বিচারাধীন। এই আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাও বিচারাধীন আছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন