দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল এ নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের প্রতিথযশা জ্যেষ্ঠ সাংবাদিক, আপামর সংবাদকর্মীদের ভরসার স্থল নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি দুঃখজনক ও অনভিপ্রেত। অবিলম্বে পরোয়ানা বাতিল ও মামলা প্রত্যাহারের দাবি জানান নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন