রাজশাহীতে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাপাশিয়া এলাকায় বাংলা ট্র্যাক ক্রিকেট অ্যাকাডেমি সংলগ্ন একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়ক সংলগ্ন একটি কালভার্টের নিচের ডোবায় প্রায় ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
ওসি আরও জানান, লাশের শরীরে কোনো আঘাত দেখা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হচ্ছে।
এছাড়া ওই বৃদ্ধের পরিচয় জানতে পুলিশ চেষ্টা করছে বলেও জানান ওসি মেহেদী হাসান।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম