মাদক সেবনে বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগে বদরুদ্দোজা মাহমুদ নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) আটক করা হয়েছে। আজ দুপুরে তাকে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার একটি বাসা থেকে আটক করা হয়।
জানা যায়, বদরুদ্দোজা মাহমুদ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে চট্টগ্রাম মহানগর পুলিশে কর্মরত। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন স্ত্রী রাজিয়া সুলতানা নিলা বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করলে শুক্রবার দুপুরেই ওই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। পরে কঠোর গোপনীয়তার মধ্যে তাকে আদালতে পাঠানো হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শাহ্ মিজান শাফিউর রহমান জানান, বদরুদ্দোজার মাহমুদ ২০১৭ সালের ১৬ মার্চ ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশে (ডিবি) যোগদান করেন। মাদকাসক্ত হওয়ায় এর আগেও তাকে গ্রেফতার করা হয়। পাঁচ মাস আগে ডিবি থেকে প্রত্যাহার করে তাঁকে ঢাকা জেলা পুলিশ লাইনে প্রথমে সংযুক্ত (ক্লোজড) করা হয়। সেখান থেকে ২০১৭ সালের ২৬ ডিসেম্বর তাঁকে চট্টগ্রামে বদলী করা হয়।
রাজিয়ার অভিযোগ, সহযোগীদের নিয়ে তাঁর স্বামী নিয়মিত ইয়াবাসহ নানা ধরনের মাদক সেবন করেন। বুধবার দুপুরে বদরুদ্দোজা তাঁকে পিটিয়ে ও বুট দিয়ে লাথি মেরে গুরুতর আহত করেন এবং মৃতভেবে বাইরে থেকে ফ্ল্যাট তালাবদ্ধ করে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এসআই বদরুদ্দোজা মাহমুদ চট্টগ্রামে কর্মরত থাকায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কোন এখতিয়ার ছিলো না ঢাকা জেলা পুলিশের। তবে নারী নির্যাতনের বিষয়ে তার স্ত্রী অভিযোগ করায় তাকে আইনের আওতায় আনা হয়।
এ ব্যাপারের সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিনুল কাদির বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গুরুতর আহত অবস্থায় রাজিয়া সুলতানা নিলা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৮/হিমেল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        