ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল বিমানবন্দরে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল ৯টা ৫৮ মিনিটে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট অবতরণের মাধ্যমে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়।
এ ব্যাপারে বিমানবন্দর সিভিল এভিয়েশনের ডিউটি রুমের দায়িত্বরত কর্মকর্তা মনোয়ারা খান জানান, কুয়াশা কেটে গেলে সকাল ১০টার দিকে ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক হয়। এরপর একটি ফ্লাইট উড্ডয়ন ও একটি ফ্লাইট অবতরণ করে।
এর আগে ঘন কুয়াশার কারণে শুক্রবার দিনগত রাত ১টা থেকে বিমানবন্দরটিতে সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ