মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, জাতীয় অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এছাড়া মিঠা পানিতে মাছচাষে দেশ অনেক এগিয়েছে।
শনিবার খুলনার বয়রাস্থ মৎস্য ভবন চত্ত্বরে খুলনা বিভাগীয় বঙ্গবন্ধু ফিশারিজ পরিষদের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, দেশের উন্নয়নের অংশ হিসেবে আমাদের লক্ষ্য মাছের উৎপাদন আরও বৃদ্ধি করা। মাছের উৎপাদন বৃদ্ধিতে সকল মৎস্য কর্মকর্তাদের স্বচ্ছতা ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে জনগণের কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
খুলনা মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণের উপপরিচালক এবং বঙ্গবন্ধু ফিশারিজ পরিষদের সভাপতি প্রফুল্ল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক রণজিত কুমার পাল। এতে অন্যানের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক সরদার আনিছুর রহমান পপলু, বিএফএফইএর সহ-সভাপতি শেখ আব্দুল বাকী, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এবং বঙ্গবন্ধু ফিশারিজ পরিষদের সাংগঠনিক সম্পাদক এটিএম তৌফিক মাহমুদ।
পরে মন্ত্রী ডুমুরিয়া সাজিয়াড়া শামসুল উলুম মাদ্রাসা পরিদর্শন করেন এবং মতবিনিময় করেন। বিকেল মন্ত্রী ডুমুরিয়া স্বাধীনতা চত্ত্বরে উপজেলার উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে যোগদান করেন এবং পুরস্কার বিতরণ করেন।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম