সিলেটের জৈন্তাপুরে যাত্রীবাহী বাস ও ট্রাক সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউরা গ্রামের তপন তালুকদারের শ্রী শুক্লা রানী (২০), তার শিশুকন্যা ইতপা রানী (৫) ও শাশুড়ি অমকা রানী (৫৫)।
জানা যায়, সিলেট-তামাবিল সড়কের দরবস্তে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি খুঁটিবোঝাই ট্রাক (নং চট্ট-মেট্রো-ট-১১-৫৯৯০) দাঁড়িয়ে ছিল। সিলেট থেকে জৈন্তাপুরগামী একটি যাত্রীবাহী বাস (নং সিলেট-জ-১১-০৪৬৮) পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অফিসের সামনে বিক্ষোভ করে। এসময় সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৮/আরাফাত
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        