সাভারের আশুলিয়া এলাকা থেকে ডাকাত সন্দেহে পাচঁ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জামগড়ার ছয়তলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বরিশাল জেলা সদরের চন্ডিচর গ্রামের মোহরাক হোসেনের ছেলে রাসেল হাওলাদার (২৭), সে আশুলিয়ার জামগড়া জসিম মিয়ার ভাড়াটিয়া। ঝালকাঠি সদরের তালুকদার পাড়া গ্রামের আনিছ মিয়ার ছেলে সিরাজ (২৫), সে জামগড়া দীপুর বাড়ির ভাড়াটিয়া, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বড় মাঠিয়া গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে রোমান রানা (২৬), বরিশালের দেলোয়ারের ছেলে সাফায়েত (২৫), ধামরাই উপজেলার জামসিং এলাকার জসিম মিয়ার ছেলে হালিম (২৫)।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, আটককৃতরা ছয়তলা এলাকার একটি টং ঘরে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় সন্দেহে হলে তাদের আটক করে তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
বিডিপ্রতিদিন/ ১৪ জানুয়ারি, ২০১৮/ ই জাহান