''লেবার হিসেবে ইউরোপের কোন দেশে বৈধভাবে কাজ করার সুযোগ নেই। যারা লেবার হিসেবে ইউরোপে কাজ করার সুযোগ আছে বলে লোকজনকে বিদেশ নিতে চায়, তারা প্রতারণা করছে। এই প্রতারণা থেকে সাবধান থাকতে হবে।''
রবিবার কুমিল্লা ক্লাবে কুমিল্লা, নোয়াখালী ও ফেনীর সাংবাদিকদের নিয়ে আয়োজিত নিরাপদ অভিবাসন শীর্ষক ওয়ার্কসপে এ তথ্য জানানো হয়।
ভিজুয়াল কমিনিকেশন লি. আয়োজিত অনুষ্ঠানে রিসোর্সপার্সন ছিলেন সংস্থার পরিচালক অপারেশন আবুল হাসান।
ওয়ার্কসপে আরো জানানো হয়, ঢাকা,চট্টগ্রাম ও সিলেটের বিমান বন্দর ছাড়া অভিবাসন সম্ভব নয়। এছাড়া নদী ও সমুদ্র পথে অভিবাসন অনিরাপদ। প্রশিক্ষণ ব্যতিত বিদেশে যাওয়া উচিত নয়। এই প্রকল্পটি দেশের ১২টি জেলা কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, যশোর, খুলনা ও ঝিনাইদহে অভিবাসন সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।
ওয়ার্কসপ শেষে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বশীরুল আনোয়ারের নির্দেশনায় অভিবাসন সচেতনতায় ‘বাহাদুর এখন দেশে’ নামক নাটক প্রদর্শন করা হয়।
বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব