রাজধানীর উত্তরার জসিমউদ্দিন সড়কে মোটরসাইকেলের ধাক্কায় আবুল হোসাইন (৫০) নামে ডাক বিভাগের একজন কর্মচারী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
নিহত আবুল হোসাইনের গ্রামের বাড়ি চাঁদপুরে। ঢাকায় তিনি উত্তরার আশকোনা এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে তিনি রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুত গতির একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। পরে তার সহকর্মীরা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় মনোয়ারা নামে একটি হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে রাত দশটার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ মোটরসাইকেলসহ চালককে আটক করেছে বলে জানা গেছে।
ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/২২ এপ্রিল ২০১৮/হিমেল