রাজধানীর মিরপুরে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম সাখাওয়াত হোসেন, বয়স ৪৫ বছর।রবিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ওহেদুজ্জামান জানান, মিরপুর ১০ গ্র্যালাক্সি হাসপাতালে পেছনে একটি নির্মাণাধীন ভবনের ছয়তলা থেকে পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। সাখাওয়াত ওই নির্মাণাধীন ভবনে ইলেকট্রিক মিস্ত্রির হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২২ এপ্রিল ২০১৮/ওয়াসিফ