খুলনা পাসপোর্ট অফিস থেকে সামলা আক্তার (২৪) নামের এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।
ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করতে এলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করে।
পুলিশের উপ-পরিদর্শক তাপস কুমার জানান, আজ সোমবার দুপুরে পাসপোর্ট অফিসে এসে ওই রোহিঙ্গা নারী নিজেকে ডুমুরিয়ার শরাফপুর এলাকার মো. আনোয়ারের মেয়ে বলে পরিচয় দেয়। কিন্তু তার নাম ও ঠিকানা নিয়ে সন্দেহ বলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে রোহিঙ্গা বলে নিশ্চিত হয়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান