রাজধানীর মিরপুর মাজার রোডের পরিবর্তন নামের কথিত এক মাদক নিরাময় কেন্দ্র থেকে সোমবার গভীর রাতে বাবুরাজ (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে শাহ আলী থানা পুলিশ। নিহত যুবক বাবুরাজের বাড়ি খিলক্ষেত থানার বরুয়া বাগানবাড়ি এলাকায়।
অনুমোদনবিহীন ওই মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির দাবি করেন, নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন বাবুরাজ নিজ স্ত্রীর পরকীয়া প্রেমের দুঃখে গলায় গামছা পেচিয়ে ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন।
তবে এব্যাপারে বাবুরাজের পারিবারিক সূত্র অভিযোগ করে জানান, পাঁচ হাজার টাকা বকেয়া বিল পরিশোধ না করায় গত ৫-৭ দিন ধরে বাবুরাজকে ওই মাদক নিরাময় কেন্দ্রে আটকে রাখা হয়েছিল। টাকা আদায়ের নিমিত্তে তাকে মারধর করাসহ নানাভাবে ভয়ভীতিও প্রদর্শন করা হচ্ছিল।
উল্লেখ্য, মাদক নিরাময় কেন্দ্র পরিবর্তন থেকে ২০১২ সালের ২ মে রায়হান রাকিব (১৬) নামে আরেক কিশোরের লাশ উদ্ধার হয়। রাকিবের স্বজনদেরও অভিযোগ ছিল, নির্যাতন করে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করেছে কর্তৃপক্ষ। ওই ঘটনায়ও ব্যাপক তোলপাড় হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার