বিমানবন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে দুই শিক্ষার্থীর মৃত্যুর দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে টানা সপ্তম দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা।
প্রত্যাক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে নিরাপদ সড়কের দাবিতে শাহবাগ মোড়ে কয়েকশ' ইউনিফর্ম পর শিক্ষার্থী অবস্থান নেয়। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগানও দেয়। এতে সাময়িকভাবে যান চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়।
বিডি-প্রতিদিন/০৪ আগস্ট, ২০১৮/মাহবুব