টানা ৭ম দিনের মতো নিরাপদ সড়ক ও কুর্মিটোলায় বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর বিচারের দাবিতে রাজপথে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় রাজধানীর শনির আখড়া এলাকায় শনিবারও হাজারো শিক্ষার্থী জমায়েত হয়েছে। 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দিয়ে চালকদের লাইসেন্স পরীক্ষা করছে তারা।
এদিকে বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়, বাংলামোটর, গাজীপুরের টঙ্গী কলেজ গেইট ও নারায়ণগঞ্জের শিমরাইলেও শিক্ষার্থীরা জড়ো হয়েছে। নিরাপদ সড়কের দাবিতে কয়েকশত ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থী সেখানে অবস্থান করছে।
উল্লেখ্য, গত রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর সড়কের হোটেল র্যাডিসনের সামনে জাবালে নূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় নির্মমভাবে প্রাণ হারান শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম সজীব। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। তারা সবাই ফুটপাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান