গাজীপুরের টঙ্গীর কলেজ গেইট এলাকায় নিরাপদ সড়ক চাই স্লোগানে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ফলে ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে নিরাপদ সড়ক ও কুর্মিটোলায় জাবালে নূরের চাপায় দুই শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে গড়ে উঠা এ আন্দোলন ৭ম দিনে গড়িয়েছে। আজ শনিবারও রাজধানীর বিভিন্নস্থানে রাস্তায় নেমে এসেছে শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগ মোড়, বাংলামোটর, সায়েন্স ল্যাব, মালিবাগ মোড়, শনির আখড়া ও নারায়ণগঞ্জের শিমরাইলেও শিক্ষার্থীরা জড়ো হয়েছে। নিরাপদ সড়কের দাবিতে ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছে।
উল্লেখ্য, গত রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর সড়কের হোটেল র্যাডিসনের সামনে জাবালে নূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় নির্মমভাবে প্রাণ হারান শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম সজীব। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। তারা সবাই ফুটপাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান