নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের গাড়ি ভাঙতে উসকানি দেওয়ার অভিযোগে এক ছাত্রকে কান ধরে উঠবস করিয়েছে এক দল শিক্ষার্থী।
শনিবার বেলা ১২টার দিকে ঢাকা কলেজের সামনে এ ঘটনা ঘটে। মাহমুদ নামের ওই শিক্ষার্থী ঢাকা কলেজের স্নাতক ২য় বর্ষের ছাত্র।
প্রসঙ্গত, বিমানবন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে দুই শিক্ষার্থীর মৃত্যুর দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে গত ৭ দিন ধরে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছে শিক্ষার্থীরা। এ সময় তারা গাড়ি ও চালকের লাইসেন্স দেখছে এবং পেলে ছেড়ে দিচ্ছে। না থাকলে মামলা দেওয়ার জন্য নিকটস্থ ট্রাফিক পুলিশের কাছে সোপর্দ করছে।
বিডি-প্রতিদিন/০৪ আগস্ট, ২০১৮/মাহবুব