নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শনিবারও রাজশাহীতে সড়কে অবস্থান নেয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করে শিক্ষার্থীরা। এতে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছোট ছেলেমেয়েও দেখা যায়।
বিক্ষোভে অংশ নেওয়া ৫/৬ বছরের এক শিশুর হাতে থাকা কাগজে লেখা, 'ভালো কিছু চাইলে মা আমাকে সাথে সাথে দিয়ে দেয়।'
এছাড়া শিক্ষার্থীরা কালোব্যাজ ধারণ করে বিভিন্ন স্লোগন দেয়। দুপুরে চলমান আন্দোলন কর্মসূচি রবিবার পর্যন্ত স্থগিত করা হয়।
বিডি-প্রতিদিন/০৪ আগস্ট, ২০১৮/মাহবুব