নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়কের মতো শনিবার রাজধানীর রামপুরা-বনশ্রী রোডে অবস্থান নেয় কয়েকশ' শিক্ষার্থী। এ সময় গোল হয়ে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কয়েকশ' শিক্ষার্থী একত্র হয়ে রাজধানীর রামপুরা-বনশ্রী রোডের একপাশে অবস্থান নিলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সব শিক্ষার্থীদের কারও গায়ে 'এপ্রোন' আবারও কারও গায়ে 'ইউনিফর্ম' দেখা যায়।
প্রসঙ্গত, বিমানবন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে দুই শিক্ষার্থীর মৃত্যুর দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে গত ৭ দিন ধরে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছে শিক্ষার্থীরা। এ সময় তারা গাড়ি ও চালকের লাইসেন্স দেখছে এবং পেলে ছেড়ে দিচ্ছে। না থাকলে মামলা দেওয়ার জন্য নিকটস্থ ট্রাফিক পুলিশের কাছে সোপর্দ করছে।
বিডি-প্রতিদিন/০৪ আগস্ট, ২০১৮/মাহবুব