রাজধানীর ধানমন্ডির ঝিগাতলায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী, একদল যুবক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করেছে।
শনিবার বেলা সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপদ সড়কের দাবিতে ধানমন্ডির ঝিগাতলায় অবস্থান নেয় কয়েকশ' শিক্ষার্থী। এ সময় কিছু বহিরাগত তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে।
প্রসঙ্গত, বিমানবন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে দুই শিক্ষার্থীর মৃত্যুর দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে গত ৭ দিন ধরে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছে শিক্ষার্থীরা। এ সময় তারা গাড়ি ও চালকের লাইসেন্স দেখছে এবং পেলে ছেড়ে দিচ্ছে। না থাকলে মামলা দেওয়ার জন্য নিকটস্থ ট্রাফিক পুলিশের কাছে সোপর্দ করছে।
বিডি-প্রতিদিন/০৪ আগস্ট, ২০১৮/মাহবুব