বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির ২০১৮-২০২০ মেয়াদের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি দায়িত্বভার গ্রহণ করেছেন।
শনিবার ঢাকার স্কাই সিটি হোটেলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ দায়িত্বভার গ্রহণ করেন তারা।
এর আগে, গত ৭ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে শহীদ সেরনীয়াবাত ৪র্থ মেয়াদে চেয়ারম্যান পদে এবং মো. জহুরুল ইসলাম ২য় মেয়াদে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হন এবং তাদের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ কার্যনির্বাহী কমিটি সকল পদে বিজয় লাভ করে।
বিডি-প্রতিদিন/০৪ আগস্ট, ২০১৮/রেজা/মাহবুব