সাধারণ শিক্ষার্থীদের পর এবার রাস্তায় অবস্থান নিয়েছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে রাস্তায় নেমে রাজধানীর ওয়ারলেস এলাকা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এর ফলে মগবাজার, মালিবাগ, মৌচাক এলাকায় যান চলাচল বন্ধ ছিল।
আন্দোলনকারী এক শিক্ষার্থী জানান, নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছেন তারা। অন্যান্য মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এই কর্মসূচিতে যোগদানের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার মগবাজার ওয়ারলেস এলাকায় একটি পরিবহনের বাসচাপায় ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের সিনিয়র ব্রাদার (নার্স) মারা যাওয়ার ঘটনায় রাস্তায় নেমেছে সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নেয়।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর