আওয়ামী লীগের ধানমণ্ডি পার্টি অফিসে কাউকে আটক রাখা হয়নি বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলেন, আমাদের কে বলা হয়েছিল চারজন মেয়েকে আটকে রাখা হয়েছে। এবং ছেলেদের ভিতরে নিয়ে মারধর করা হয়েছে। কিন্তু আমরা নিশ্চিত হয়েছি যে সেখানে কেউ নেই। মারধরের বিষয়টি সম্পূর্ণ গুজব।
শনিবার সন্ধ্যায় ধানমণ্ডিস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে তারা এ দাবি করেন।
তারা বলেন, আমরা প্রেস কনফারেন্সে বলে এসেছি। এটি একটি অরাজনৈতিক সংগঠন। আমরা বাংলাদেশ ছাত্রলীগের বিপক্ষে না, বাংলাদেশ আওয়ামী লীগেরও বিপক্ষে না। আমাদের ৯টা দাবি সেটা মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী। তার প্রক্রিয়া চলছে। তবে কালকের মধ্যে আমাদের দাবি মানতে হবে। আর আমাদের শিক্ষার্থীদের যেন মারধর না করা হয়। তবে আজকের জন্য কার্যক্রম বন্ধ বলে জানান তারা।
বিডি প্রতিদিন/০৪ আগস্ট ২০১৮/আরাফাত