সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে সারা দেশে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে যে দাবি জানিয়েছে তা ইতোমধ্যে পূরণ করা হয়েছে। তারপরও শিক্ষার্থীরা কেনো এই আন্দোলন করছে? প্রকৃত শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে এখন স্কুলের পোশাক পড়ে ঢুকে পড়ছে ষড়যন্ত্রকারীরা। তারা মরণ কামর দিতে চায়।
আজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়াডের্র মিজমিজি এলাকায় নির্বাচনী মতবিনিময় সভায় এ কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামিম ওসমান।
এসময় তিনি আরো বলেন, আমার কাছে খবর আছে, ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি টেইলার্সের দোকান থেকে এক দিনেই সাড়ে ৪ হাজার পোশাক বানানো হয়েছে (স্কুল ড্রেস)। ট্রাকে করে ছেলেদের নিয়ে যাওয়া হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে। ট্রাকের মধ্যেই তাদের জামা পরিবর্তন করে স্কুল ড্রেস পড়িয়ে নামিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন স্পটে। দেশটাকে ধ্বংস করতে পায়তারা করছে তারা। তারা কারা? তাদেরকে চিহ্নিত করে খুঁজে বের করতে হবে এই অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে। অন্যথায় এই দেশ ধ্বংসের মুখে পতিত হবে। আর এই দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে বেঁচে থাকতে হবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেনো উনি অনেক দিন বেঁচে থাকেন।
এসময় তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের সন্তানদের খবর নেন। তারা আন্দোলন যা করার করেছে। আমি গর্বিত তাদের এই আন্দোলনের জন্য। কিন্তু এখন এই আন্দোলনকে অন্য দিকে প্রভাবিত করতে চাইছে। আপনাদের সন্তানদের কাধে ভর করে শকুনের দল দেশ ধ্বংসের পায়তারা করছে।
এসময় নাসিক ১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিমের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আমিনুল হক ভুইয়া রাজুসহ অনেকে।
বিডি প্রতিদিন/৪ আগষ্ট ২০১৮/হিমেল