নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ জানাতে লিফলেট বিতরণ করেছে ছাত্রলীগের নেতারা। শনিবার বিকেল ৪টার দিকে রাজধানীর নিউ মার্কেট, ঢাকা কলেজ, সাইন্সল্যাব এলাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আতিক হাসানের নেতৃত্বে এসব লিফলেট বিতরণ করতে দেখা গেছে। এ সময় তারা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অবরোধ তুলে নিতেও অনুরোধ করেন।
এ বিষয়ে আতির হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আন্দোলন যারা করছে ওরা আমাদেরই ছোট ভাই। ওরা যে দাবিগুলো তুলেছিল সরকার সবই মেনে নিয়েছে। আমরা ওই ৯ দফা দাবির বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপগুলোই জানানোর চেষ্টা করছি।
বিডি প্রতিদিন/৪ আগষ্ট ২০১৮/হিমেল