রাজধানীর ফার্মগেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অজ্ঞাত (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বিকেলের দিকে এ ঘটনা ঘটে। ফার্মগেট এলাকায় আনোয়ার পার্ক সংলগ্ন খামারবাড়ি রোড থেকে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক জানান, ফার্মগেটের আনোয়ার পার্কে নিহত যুবক থাকতেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। মারামারি একপর্যায়ে অপর ছিনতাকারীর ছুরিকাঘাতে ওই যুবক আহত হলে তাকে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। নিহত যুবকের বিস্তারিত তথ্য ও পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার