ঢাকা জেলার সাভারের আমিনবাজারের সালেহপুর ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার দিবাগত ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাদের আটক করা হয় বলে জানান আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল।
পুলিশ জানায়, আমিনবাজারের সালেহপুর ব্রিজ এলাকায় মুরগি ও ডিমের ট্রাকে ডাকাতি হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করে আগামীকাল আদালতে পাঠানো হবে বলেও জানান এসআই জামাল।
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৮/মাহবুব