রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটের শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিক লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ার শেল ছুঁড়তে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে আগে থেকে আফতাব নগরে অবস্থান নেন শ্রমিক লীগের নেতাকর্মীরা। পরে তাদের সঙ্গে এসে যোগ দেন ছাত্রলীগের কর্মীরা। দুই সংগঠনের এমন অবস্থানের ফলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাস থেকে লাঠি হাতে বেরিয়ে এসে শ্রমিকদের ধাওয়া দেয় ছাত্ররা।
এ সময় এক পক্ষ আরেক পক্ষেকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। ঘটনাস্থলের আশাপাশ এলাকার কয়েকটি বাস ভাঙচুর করা হয় বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এর আগে, গতকাল রবিবার ওই একই এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের হাতে বাঁশও দেখা গিয়েছিল। আজ সোমবার যাতে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিতে না পারে সেজন্য আগে থেকেই শ্রমিক লীগ সেখানে অবস্থান নেয় বলে অভিযোগ করেছেন অনেকে।
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৮/মাহবুব