রাজশাহীতে তিনদিনের টানা দুর্ভোগের পর অঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে রাজশাহীতে বাস চলাচল শুরু হয়েছে। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর হোসেন পিটার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রবিবার রাতে ঢাকা বাস মালিক সমিতি থেকে সিদ্ধান্ত আসায় সোমবার সকাল থেকে আবার বাস চলাচল শুরু হয়েছে।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান পিটার বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে আমরাও একমত। কিন্তু শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে উচ্ছৃঙ্খল একটি গোষ্ঠী ঢুকে পড়ে তারা বাসে ভাঙচুর চালাচ্ছে। ফলে বাস ও শ্রমিকদের নিরাপত্তাহীনতার কারণে তারা দিনে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। রবিবার সন্ধ্যা থেকে নৈশকালীন বাস চলাচলও বন্ধ হয়ে যায়। এতে করে চরম দুর্ভোগে পড়েন এ অঞ্চলের সাধারণ যাত্রীরা।
ঈদের আগে বাস চলাচল বন্ধ থাকায় রাজশাহীর সঙ্গে সড়কপথে রাজধানী ঢাকাসহ সারাদেশের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে অচলাবস্থা দেখা দেয়। তবে সোমবার সকাল থেকে বাস চলাচল শুরু হওয়ায় আবারও স্বস্তি ফিরে আসে।
বিডি প্রতিদিন ফারজানা