শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে সহিংস করছে গুণ্ডা বাহিনী বলে মন্তব্য করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, বিএনপি-জামায়াতের পরাজিত শক্তি তাদের গুণ্ডা বাহিনী লেলিয়ে দিয়ে শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে সহিংস করছে। তারা ভুয়া আইডিকার্ড, ইউনিফর্ম পরে শিক্ষার্থীদের মধ্যে ঢুকে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আমাদের ছাত্র-শিক্ষক, শ্রমিকসহ সর্বস্তরের জনগণ তাদের সমুচিত জবাব দেবে। আর ওই সন্ত্রাসী গুণ্ডা বাহিনীর কালো হাত গুঁড়িয়ে দেওয়া হবে।
আজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘নিরাপদ সড়ক ও আমাদের করণীয়’ শীর্ষক মুক্ত আলোচনায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। সেখান থেকে এই ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।
মেয়র বলেন, আমরা দেখেছি ছোট্ট সোনামনিদের ঢাল হিসেবে ব্যবহার করার জন্য পরাজিত শক্তি নিপুণভাবে ষড়যন্ত্রে মেতে উঠেছে। যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল সেই চক্রান্তকারীদের প্রজন্ম ছাত্রদের ইউনিফর্ম পরে, আইডিকার্ড ঝুলিয়ে রাজপথে সাধারণ মানুষের ওপর আক্রমণ শুরু করেছে।
তিনি বলেন, যদি রাজাকার-আলবদরের সন্তানরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের জোর করে ভুলপথে নেওয়ার চেষ্টা করে তাহলে তাদের ওই কালো হাত গুঁড়িয়ে দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার