বরিশালে চরমোনাই দরবার শরীফের ৩ দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হয়েছে। সোমবার জোহরের নামাজের পর উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের সূচনা করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।
উদ্বোধনী বয়ানে তিনি বলেন, চরমোনাইয়ের বার্ষিক মাহফিলে এসে দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিল করার সুযোগ নেই। এখানে শুধুমাত্র আল্লাহ’র সান্নিধ্য পাওয়ার জন্য সঠিক পথ দেখানো হয়।
তিনি আরও বলেন, কেউ যদি দুনিয়ার উদ্দেশ্য হাসিলের নিয়তে চরমোনাইতে এসে থাকেন, তাকে নিয়ত পরিবর্তন করতে হবে এবং মাহফিলের আলোচনা শুনে সে অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে হবে।
চরমোনাই মাদ্রাসার অধ্যক্ষ ও পীরের ভাই সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ-আল মাদানী জানান, প্রতিবছর দুটি বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিন ওলামা মাশায়েখ মহাসমাবেশ এবং তৃতীয় দিন ইসলামী ছাত্র আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এ দুটি মহাসমাবেশ মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক সভায় পরিণত হয়। এবার একাদশ জাতীয় নির্বাচনের কারণে আচরন বিধি মেনে চলার স্বার্থে ওলামা মাশায়েখ মহাসমাবেশ ও ছাত্র আন্দোলনের মহাসমাবেশ বাতিল করা হয়েছে।
এবার ৩ দিনের মাহফিলে ধর্মীয় আলোচনার বাইরে কোনো রাজনৈতিক আলোচনা হবে না বলে তিনি জানান।
মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়তউল্লাহ জানান, মাহফিলে আসা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের মুসুল্লি মো. মজিদুর রহমান শেখ (৭০) গত রবিবার দিবাগত রাত পৌনে ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম