কয়েক দিন ধরে সমুদ্রে নিম্নচাপের প্রভাবে সারাদেশেই গুড়ি গুড়ি বৃষ্টি হয়। এর প্রভাবে বইছে শীতল বাতাসও। ঠাণ্ডা বাতাস ও বৃষ্টিজনিত এই আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়ছে শিশুদের ওপর। ঢাকাসহ সারাদেশ ঠাণ্ডা-জ্বর, এ্যাজমা, নিউমোনিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।
ফলে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে বেড়েছে শিশু রোগী ও মায়েদের ভিড়। এছাড়া মফস্বলেও দেখা যাচ্ছে একই চিত্র।
আবহাওয়ার এই পরিবর্তনের সময় শিশুদের জন্য বাড়তি যত্ন নিতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাদেরকে শীতজনিত রোগ থেকে সুরক্ষা দিতে মোজা, সোয়েটারসহ গরম কাপড় পরিয়ে রাখতে বলা হয়েছে।
একান্ত প্রয়োজন ছাড়া শিশুদের ঘরের বাইরে না নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
বিডি প্রতিদিন/কালাম