১৯ ডিসেম্বর, ২০১৮ ১৪:৪০

'সরকারের কারসাজিতে খালেদা জিয়ার মনোনয়ন বাতিল'

অনলাইন ডেস্ক

'সরকারের কারসাজিতে খালেদা জিয়ার মনোনয়ন বাতিল'

ফাইল ছবি

সরকারের কারসাজিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

রিজভী বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক ঘোর অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছে। দেশে সর্বগ্রাসী স্বৈরতন্ত্রে কোনো প্রতিষ্ঠানই তার স্বাধীনতা রক্ষা করতে পারছে না। মানুষের বেঁচে থাকার সব অবলম্বন ভেঙে ফেলা হয়েছে। এমনকি সরকারের কারসাজিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে। 

প্রধান নির্বাচন কমিশনার ন্যূনতম নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নির্বাচন চাইলে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে আজই মাঠে নামানোর দাবি জানিয়ে রিজভী বলেন, নির্বাচন কমিশনের কাছে জোরালো দাবি পুলিশ সদর দফতরে বসে যারা কুপরিকল্পনা করছে, তাদের অবিলম্বে সরিয়ে দিতে হবে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর