বরিশালে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জাতীয় এবং সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্ধোধন করেন নেতৃবৃন্দ।
উদ্ধোধনের পর অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
পরে অশ্বিনী কুমার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি এমএ জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ, নির্মান শ্রমিক সংগ্রাম পরিষদের কেন্দ্রিয় সভাপতি ইঞ্জিনিয়ার ওসমান গনি এবং বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুল রহমান নিজামী।
বক্তব্য রাখেন জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আলাউদ্দিন মোল্লা সহ অন্যান্যরা। আলোচনা সভায় নির্মাণ শ্রমিকদের ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
বিডি প্রতিদিন/হিমেল