জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের যুব বিষয়ক উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁঞাকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে পদোন্নতি দিয়েছেন হুসেইন মুহাম্মদ এরশাদ।
৬ ডিসেম্বর এরশাদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, বিগত দিনে দলীয় কার্যক্রমের স্বীকৃতি হিসেবে রেজাউল ইসলাম ভূঁঞাকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগ ২০১৯ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে।
পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন