রাজধানীর ইস্কাটনে সাইদুল্লাহ সাঈদ (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। সোমবার বিকালে জনকণ্ঠ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে পথরোধ করে তার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় ছিনতাইকারীদের গুলিতে গুরুত্বর আহত হলে সাঈদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
গুলিবিদ্ধ সাঈদের বাসা রাজধানীর মগবাজারের দীলু রোডে। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী বলে জানা গেছে।
জানা যায়, সোমবার বিকালে জনকণ্ঠ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে পথরোধ করে তার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে কয়েক লাখ টাকা ছিল বলে জানিয়েছে তার পরিবার।
এছাড়া ছিনতাইকারীদের গুলিতে গুরুত্বর আহত হলে সাঈদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তার হাতে পায়েসহ ৪টি গুলির ক্ষত রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম। তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, তবে তার কাছে কত টাকা ছিল, তার সঠিক পরিমাণ জানা যায়নি। আমাদের টিম কাজ করছে পরে জানা যাবে।
আহত ব্যবসায়ী ঢামেকে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম