বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বাড়ানোর দাবিতে সাভারের হেমায়েতপুরে রাস্তায় নেমে এসেছেন পোশাকশ্রমিকরা। সেখানে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
মঙ্গলবার সকালে কয়েক শ’ পোশাাকশ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
গত কয়েকদিন ধরেই পোশাকশ্রমিকরা মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন।
এর আগে রবি ও সোমবার রাজধানীর বিমানবন্দর সড়ক কয়েক ঘণ্টার জন্যে অবরোধ করে রাখেন পোশাকশ্রমিকরা। এসময় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
বিডি প্রতিদিন/কালাম